
ই-মক্তব - অনলাইনে ইসলামিক শিখার একটি আধুনিক প্লাটফর্ম
বর্তমানে আধুনিক যুগে মানুষ পদে পদে জড়িয়ে পড়ছে অপসংস্কৃতিতে , আর এভাবে অপসংস্কৃতিতে গা ভাসানোর কারনে ইসলামিক শিক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছে , ইসলাম জানার আগ্রহও হারিয়ে ফেলছে । অনেকেরই শেখার ইচ্ছা থাকলেও সুবিধা করতে পারতেছেনা
উদ্দেশ্য-লক্ষ্য:
১. ইসলামের প্রচার ও দাওয়াত দান।
২. ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ।
৩. কাউন্সেলিং ও দলিলভিত্তিক শরয়ি প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ।
৪. ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টিকারী ব্যক্তিবর্গের সন্দেহ-সংশয়ের জবাব প্রদান।
৫. জ্ঞানগত, শিক্ষাগত ও সামাজিক পরামর্শ দানের মাধ্যমে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা প্রদান।
কার্যক্রম:
১. অনলাইনে ভার্চুয়াল ক্লাস
২. ইসলামিক শিক্ষার প্রশার
৩. ইসলামিক ব্লগ
৪. ইসলামিক প্রশ্নোত্তর
৫. ইসলামিক কুইজ প্রতিযোগিতা
৬. নারী শিক্ষা
৭. আলেমদের সহচর্য
আমাদের সোশ্যাল মিডিয়া:
★ -
Facebook Page
★ -
Youtube Channel
★ -
Media partner