×
  • ফর্ম ফিলাপ
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • কুইজ
  • প্রশ্নোত্তর
  • ব্লগ
  • মুয়াল্লিম বৃন্দ
  • কোর্স সমূহ
  •    শর্তাবলী   



    ভূমিকা
    ই-মক্তব একটি অনলাইন ভিত্তিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইনলাইনে ভার্চুয়ালি ক্লাস নেওয়া হয় এবং এছাড়াও ইসলামিক প্রশ্ন উত্তর এবং ইসলামিক বিভিন্ন আলোচনা কুইজ এর ব্যবহার রয়েছে । আর ই-মক্তবের সেবা যথাযথ পেতে এখানে কিছু শর্তাবলী রয়েছে
    গোপনীয়তা
    ই-মক্তব সেবা দেওয়ার জন্য ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে তথ্যগুলো ভিজিটরদের চাহিদামাফিক ওয়েবসাইটের কনটেন্ট উন্নত করতে আমাদেরকে সহায়তা করে।
    কুকিজ
    এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।
    সতর্কীকরণ
      আপনাকে স্পষ্টভাবে এবং সহানুভূতির সাথে নিম্ন উল্লেখিত কাজগুলো না করার অনুরোধ জানানো হচ্ছে, অন্যথায় লিপিঘর আপনার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
  • ই-মক্তবে মন্তব্য করার অপশান রয়েছে এখত্রে মন্তব্য করতে শালীনতা বজায় রাখা জরুরী
  • ই-মক্তবে প্রশ্ন করার অপশান রয়েছে যেখানে যুক্তিযত প্রশ্ন করাটাই বাঞ্ছনীয়
  • ই-মক্তবে একাউন্ট করতে আপনার সঠিক তথ্য প্রদান করুন
  • কোন কোর্স করতে হলে আমাদের নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে
  • পেইড কোর্স করতে হলে আমাদের নির্ধারিত কোর্স ফি দিয়ে এডমিশন নিতে হবে এবং আমাদের নির্ধারিত পেমেন্ট মেথডে পেমেন্ট করতে হবে
  • শর্তাবলির পরিবর্তন/হালনাগাদ
      উপরোক্ত সমস্ত বিধিনিষেধ/শর্ত লিপিঘর যেকোনো সময়ে পরিবর্তিত বা সংশোধন করতে পারে এবং আমরা প্রিয় ব্যবহারকারীদের থেকে এই আশা রাখি, তারা সচেতন হয়ে প্রতিনিয়ত আমাদের পরিবর্তিত শর্ত ও বিধিনিষেধের তালিকাগুলোকে পড়বেন এমন মেনে চলবেন।
    সর্বশেষ পরিবর্তন - ০৯ ফেব্রুয়ারি , ২০২১